কেশবপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪১৭ টি ট্যাব বিতরন ।
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুয়ায়ী কতিপয় তথ্য
মোট খানার সংখ্য= ৭৪৩৬৭ টি
মোট জনসংখ্যা= ২৮০৯২৪ জন
পুরুষ=১৪০৩৩৫ জন
মহিলা= ১৪০৫৮৯ জন
শিক্ষার হার= ৭৪.০৫
প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা পরিসংখ্যান অফিস রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মোট৬৪ টি জেলা পরিসংখ্যান অফিস রয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিস পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ও উপপরিচালক এর অধীন পরিচালিত। এই অফিসে মোট জনবল ৫ জন, ১ জন পরিসংখ্যান কর্মকর্তা, ১ জন পরিসংখ্যান তদন্তকারী ২ জন জুনিয়র পরিসংখ্যান সহকারী, ১ জন চেইনম্যান রয়েছে।
এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় এক বা একাধিক পরিসংখ্যান অফিস আছে, যা “থানা পরিসংখ্যান অফিস” নামে পরিচিত।
দপ্তরপ্রধানের পদবী
পরিসংখ্যান কর্মকর্তা
কার্যক্রমঃ
উপজেলা পরিসংখ্যান অফিস এর উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলঃ জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান, আদমশুমারি ও গৃহগণনা কার্যক্রম, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, মাসিক ভোক্তা সূচক (CPI) তথ্য সংগ্রহ, সেম্পল ভাইটাল রেজিস্টেশন সিস্টেম, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে,প্রধান-অপ্রধান মোট ১২৪ টি ফসলের প্রাক্কলন করা, প্রধান ফসলের পূর্বাভাস জরিপ,বিভিন্ন ফসলের উৎপাদন আনুমানিক হিসাব, ফসলাধীন জমির পরিমান ও ভূমির ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত, বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতি নিরুপণ,কৃষি মূল্য মুজরী তথ্য সংগ্রহ,বন জরিপ, গবাদি পশু ও হাস-মুরগী জরিপ, মাছ উৎপাদন জরিপ, ক্লাস্টার হালনাগাদকরণ ও সম্পসারণ এবং উৎপাদন খরচ জরিপ, কুটির শিল্প জরিপ, বিভিন্ন শুমারি ও সার্ভে কাজে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি।
আওতাধীনঅফিসঃ
উপজেলা পরিসংখ্যান অফিস এর আওতাধীন কোন ইউনিয়ন অফিস নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস